"Energy Security and Challenges for Incumbent Government of Bangladesh" শীর্ষক সেমিনার/রাউন্ড টেবিল টক
04
Feb
2024
5.00 PM - 7.00 PM
IEB Auditorium, Ramna, Dhaka - 1000
সুধী,
কেমিকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে ০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রবিবার, বিকাল ৫:০০ টায়, কাউন্সিল হল, শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় "Energy Security and Challenges for Incumbent Government of Bangladesh" শীর্ষক সেমিনার/রাউন্ড টেবিল টক এর আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি : প্রকৌশলী মো. আবদুস সবুর, এমপি ও প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ।
স্বাগত বক্তব্য : প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।
বিশেষ অতিথি : প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস প্রসিডেন্ট (এইচআরডি) আইইবি ।
বিশেষ অতিথি: প্রকৌশলী শাহাদাৎ হোসাইন শিবলু, পিইঞ্জ, ভাইস প্রেসিডেন্ট (এসএনডডবিউ), আইইবি ।
মূল প্রবন্ধ উপস্থাপক : প্রকৌশলী খন্দকার আব্দুস সালেক (সুফী), পিইঞ্জ, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ।
সম্মানিত আলোচক : প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, ব্যবস্থাপনা পরিচালক, পিজিসিএল ।
সভাপতিত্ব করবেন : প্রকৌশলী এ. এন. এম. তারিক আব্দুল্লাহ, চেয়ারম্যান, কেমিকৌশল বিভাগ, আইইবি ।
ধন্যবাদ জ্ঞাপন : প্রকৌশলী মো. ইলিয়াস হোসেন ভাইস চেয়ারম্যান, কেমিকৌশল বিভাগ, আইইবি।
অনুষ্ঠান সঞ্চালনায় : প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ (নয়ন) সম্পাদক, কেমিকৌশল বিভাগ, আইইবি ।
উক্ত সেমিনার অনুষ্ঠানে আপনি সশরীরে সাদরে আমন্ত্রিত।