"Climate Change in Bangladesh: Impacts on Agriculture" শীর্ষক সেমিনার
22
Feb
2024
3.00 PM - 5.00 PM
Council Hall, IEB Headquarter., Ramna, Dhaka -1000
সুধী,
কৃষিকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি., বৃহস্পতিবার, বিকাল ৩:০০টায়, কাউন্সিল হল, শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় "Climate Change in Bangladesh: Impacts on Agriculture" শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি : প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
স্বাগত বক্তব্য : প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।
মূল প্রবন্ধ উপস্থাপক : ড. প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান মিলন ; সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও সম্মানী সম্পাদক, আইইবি গাজীপুর সেন্টার ।
মূখ্য আলোচক : প্রফেসর ড. নেপাল চন্দ্র দে, রিসার্চ এন্ড ইভালুয়েশন, ইআইএ পানি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জলবায়ু পরিবর্তন এডাপটেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ।
বিশেষ অতিথি : প্রকৌশলী মো. আবদুস সামাদ, চেয়ারপারসন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ); প্রাক্তন সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি ।
প্রকৌশলী কাজী খায়রুল বাশার, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এন্ড আন্তর্জাতিক) আইইবি ।
সভাপতিত্ব করবেন : প্রকৌশলী মো. মিছবাহুজ্জামান চন্দন, চেয়ারম্যান, কৃষিকৌশল বিভাগ, আইইবি ।
ধন্যবাদ জ্ঞাপন : প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস-চেয়ারম্যান, কৃষিকৌশল বিভাগ, আইইবি ।
অনুষ্ঠান সঞ্চালনায় : প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, সম্পাদক, কৃষিকৌশল বিভাগ, আইইবি।
উক্ত সেমিনারে আপনি সাদরে আমন্ত্রিত।