"Listening from Successful Professional Civil Engineer and Successful Entrepreneur from Engineering Background: Guide Line for Young Engineers." শীর্ষক সেমিনার
28
Feb
2024
3.00 PM - 5.00 PM
Council Hall, IEB Headquarter., Ramna, Dhaka -1000
সুধী,
পুরকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি., বুধবার, বিকাল ৩:০০টায়, কাউন্সিল হল, শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায়
"Listening from Successful Professional Civil Engineer and Successful Entrepreneur from Engineering Background: Guide Line for Young Engineers."
শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি)
এবং প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ., ভাইস-প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ), আইইবি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করবেন।
প্রকৌশলী মো: মোখলেসুর রহমান, ভাইস-চেয়ারম্যান, এসবিএসি ব্যাংক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিএন্ডটি গ্রুপ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দি, চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ, আইইবি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
উক্ত সেমিনারে আপনি সাদরে আমন্ত্রিত।