"Loophole of Urban Infrastructure Development Projects of Bangladesh, eyes of an expatriate Bangladeshi Engineer." শীর্ষক সেমিনার


24

Feb

2025

5.00 PM -7.00PM

Seminar Room, 1st Floor (Old Building), IEB HQ, Ramna, Dhaka.



সুধী,
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি., সোমবার বিকাল ৫:০০টায়, সেমিনার হল, পুরাতন ভবন (১ম তলা), আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় "Loophole of Urban Infrastructure Development Projects of Bangladesh, eyes of an expatriate Bangladeshi Engineer." শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।

ড. প্রকৌশলী মাহমুদুর রহমান, সম্পাদক, দৈনিক আমার দেশ, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

মোঃ রেজাউল করিম, চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদীন পিইঞ্জ., উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া, প্রধান প্রকৌশল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

প্রকৌশলী শহীদুল হক, পিইঞ্জ. (অন্টারিও, কানাডা), আরবান ডেভেলপমেন্ট এণ্ড ড্রেনেজ বিশেষজ্ঞ, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক করবেন।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি, সেমিনারে সভাপতিত্ব করবেন।

উক্ত সেমিনারে আপনি সাদরে আমন্ত্রিত।



More Events