Role of Civil Engineers to Graduate towards a Developed and Prosperous Nation: Bangladesh Perspective


29

Jul

2022

29-30 July 2022

Council Hall, IEB Headquarter., Ramna, Dhaka -1000

Role of Civil Engineers to Graduate towards a Developed and Prosperous Nation: Bangladesh Perspective

সুধী,
পুরকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আগামী ২৯ জুলাই ২০২২ খ্রি., শুক্রবার, সকাল ১০:৩০টায়, আইইবি মিলনায়তন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় 15th Annual Paper meet & 2nd Civil Engineering Congress" এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য 'Role of Civil Engineers to Graduate towards a Developed and Prosperous Nation: Bangladesh Perspective
জনাব শরীফ আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
জনাব মো. শহীদ উল্লা খন্দকার, সম্মানিত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রাক্তন প্রেসিডেন্ট, আইইবি, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সত্য প্রসাদ মজুমদার, উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি এবং অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান, টেকনিক্যাল কমিটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর, চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ, আইইবি ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আপনি স্বশরীরে সাদরে আমন্ত্রিত।

More Events